নেপালের পোখারায় ৭২ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ (রোববার) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ইয়েতি এয়ারলাইনসের ওই উড়োজাহাজে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে ১৫ জন বিদেশী নাগরিক। এএনসি এটিআর সাত দুই মডেলের এই উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে রোববার সকাল সাড়ে ১০টায় পোখারার উদ্দেশে রওনা দেয়। সেতি এলাকায় এসে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
এরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। স্থানীয় একটি টিভি চ্যানেলে দেখা গেছে, উড়োজাহাজটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। আশপাশের মানুষ ভিড় করেছেন। তারা উড়োজাহাজটির ভাঙা অংশ সংগ্রহ করছেন।
তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল বিমান দুর্ঘটনার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন বলে নেপালের সরকারি বিবৃতিতে বলা হয়েছে।
এদিকে, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজে ১৫ জন বিদেশী নাগরিক ছিলেন। এরমধ্যে ভারতীয়, রাশিয়ান, আইরিশ, আর্জেন্টিনা এবং দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন।