আজ থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। যা আগামী ১৪ই অক্টোবর পর্যন্ত চলবে। ছয়দিন ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আজ প্রথম দিন ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারজয়ীর নাম।
কবে কোন ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে সেটি জানিয়ে দিয়েছে নোবেল কমিটি। সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ,
৭ই অক্টোবর : ঘোষণা হবে ফিজিওলোজি বা মেডিসিন ক্যাটাগরির পুরস্কার।
৮ই অক্টোবর : পদার্থবিদ্যার বিজয়ীর নাম ঘোষণা হবে।
৯ ইঅক্টোবর : রসায়ন ক্যাটাগরির বিজয়ীর নাম জানা যাবে।
১০ই অক্টোবর : এদিন ঘোষণা করা হবে সাহিত্য ক্যাটাগরির পুরস্কার।
১১ই অক্টোবর : নোবেলের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার বিজয়ীর নাম জানা যাবে।
১৪ই অক্টোবর : ছয় নম্বর এবং সর্বশেষ অর্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে এদিন। এরপর আনুষ্ঠানিকভাবে এ বছর শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।
নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হয়।
নোবেল কমিটির নিয়ম অনুযায়ী, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। ওই দিন চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা হয়। পরবর্তী ছয়দিন ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থ থেকে দেয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে এ পুরস্কার দেয়া শুরু হয়।
নোবেল শান্তি পুরস্কার রঘাষণা করা হয় নরওয়ে থেকে। আর সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেনের রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স থেকে ঘোষণা করা হয়।