প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচার ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যবহার মামলার জট কমাতে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। এর ফলে ন্যায়বিচার প্রাপ্তি সহজ হয়েছে।
শনিবার (৮ জুন) সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে দক্ষিণ এশিয়ার বিচার ব্যবস্থা নিয়ে এক সম্মেলনে এ কথা বলেন তিনি।
এসময় আইনমন্ত্রী আনিসুল হক, নেপালের প্রধান বিচারপতি বিশ্বম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটানের হাইকোর্ট বিভাগের বিচারপতি লবজিংরিংজিং ইয়ারগে উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।