বাজারে জিনিসপত্রের দাম নিয়ে যারা কারসাজি করবে তাদের বিরুদ্ধে বিশেষ আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া, মামলা জট কমাতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। মঙ্গলবার (৫ মার্চ) জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে ডিসিদের সাথে বৈঠক শেষে আইনমন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মোবাইল কোর্টে হওয়া মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি, সারাদেশে মামলার জট কমাতে পদক্ষেপ নেয়ার জন্য ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এসময় তিনি বলেন সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শেষে মামলা হলে তা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে প্রসিকিউশনকে নির্দেশ দেয়া হবে।
এছাড়া, জেলা প্রশাসকদের সাথে আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছে রাজাকারের তালিকা যাচাই বাছাই করে সরকারি ভাবে শিগগিরই প্রকাশ করা হবে।