ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। এ বিষয়ে ডাবলিনে সরকারি ভবনের বাইরে ভারাদকার বলেন, এ কাজের জন্য আমি সেরা মানুষ নই। আগামী মাসে সংসদ অবকাশ থেকে ফিরে আসার পর পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। সে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। খবর সিএনএন।
এনডিটিভি জানিয়েছে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার বলেছেন, আমি ফাইন গেলের সভাপতিত্ব ও নেতৃত্ব থেকে পদত্যাগ করছি। একইসাথে আমার উত্তরসূরি নির্ধারণ হওয়ার সাথে সাথে আমি প্রধানমন্ত্রী পদ থেকেও পদত্যাগ করব।
ভারাদকর বলেন যে, এটি তার পদত্যাগ করার সঠিক সময় এবং ব্যক্তিগত এবং রাজনৈতিক উভয় কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমার কাজ হবে, পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন নতুন নেতাকে নির্বাচিত করা। তিনি আগামী ৬ এপ্রিল দলের নতুন নেতা নির্বাচনের আহ্বানও জানিয়েছেন।
লিও ভারাদকারের পদত্যাগের ঘোষণার পর দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, ভারাদকরের পদত্যাগের ঘোষণা নজিরবিহীন একটি পদক্ষেপ। আমি খুবই অবাক হয়েছি। আমি এটা মোটেও আশা করিনি।
লিও ভারাদকর ২০১৭ সালে দেশের প্রথম সমকামী এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।