সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগে পদত্যাগ করেছেন ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব। তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের শেষে শুক্রবার (২১শে এপ্রিল) পদ থেকে সরে গেলেন তিনি।

শুক্রবার টুইটারে পোস্ট করা পদত্যাগপত্রে ডোমিনিক রাব জানান, সরকারি কর্মকর্তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করার ঘটনা তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।’

সম্প্রতি অভিযোগ ওঠে, রাব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ব্যাপারে সরকারি কর্মকর্তাদের সংগঠন এফডিএ লিখিত অভিযোগ করে। এ ঘটনায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তদন্তের নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়।