রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন পদত্যাগ করেছেন। গতকাল রোববার বিকেলে তিনি পদত্যাগ করেন।

আগামী ২১শে জুন অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করেছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।

অপর আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন মেয়র দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সকল ধরনের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০শে জুলাই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন এএইচএম খায়রুজ্জামান লিটন।