প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। আজ শনিবার (১০ই আগস্ট) বেলা আড়াইটার দিকে তিনি পদত্যাগ করেন। সূত্র: প্রথম আলো।

এর আগে এ বিষয়ে প্রথম আলোর প্রতিবেদককে প্রধান বিচারপতি বলেন, তিনি নীতিগতভাবে পদত্যাগ করার সিদ্ধান্তের কথা এরই মধ্যে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন আজকের মধ্যেই তাঁর পদত্যাগের সব আনুষ্ঠানিকতা শেষ হবে।

সূত্র আরও জানিয়েছে, ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন। কিছুক্ষণের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন দেওয়া হবে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কয়েকশ আন্দোলনকারী সুপ্রিম কোর্ট ঘেরাও করে।

এ সময় দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় তার বাসভবন ঘেরাও করা হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, উদ্ভূত পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও অন্যান্য নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।