মেহেরপুরে সদরে পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে চার স্কুলছাত্রী। রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার রাজনগর গ্রামে মশুরিভাজা বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো রাজনগর গ্রামের বাসিন্দা আবদুল সামাদের দুই মেয়ে আফিয়া খাতুন (১২) ও ফাতেমা খাতুন (১৪); সামাদের বড় ভাই সাহারুল ইসলামের মেয়ে আলিয়া খাতুন (১২) ও সামাদের চাচাতো ভাই ইছহাক আলীর মেয়ে মিম আক্তার (১২)। তারা সবাই স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বিকেলে চার কিশোরী একসাথে নদীতে পদ্মফুল তুলতে যায়। দীর্ঘ কিছুক্ষণ পরে তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বেগে পড়েন। তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করলে পরে স্থানীয়রা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা বলেন, নদীতে কিশোরীদের একসাথে ভেসে থাকার দৃশ্য দেখায় পুরো এলাকা শোকমগ্ন হয়ে যায়। সবাই হতবাক হয় এবং নিঃশব্দে কান্না করছে।
এ মর্মান্তিক ঘটনার পর রাজনগর এবং আশপাশের গ্রামে নেমেছে গভীর শোকের ছায়া। নিহতদের পরিবার বর্তমানে অস্থির ও মানসিকভাবে ভেঙে পড়েছে। এলাকার মানুষ ক্ষুব্ধ ও ব্যথিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
স্থানীয়রা বলেন, চার কিশোরীর অকাল মৃত্যু পুরো এলাকায় দুঃখ ও শোকের ছায়া নেমেছে। শিশুরা স্কুলে ভালো পড়াশোনা করছিল এবং এলাকার মানুষ তাদের মেধা ও সততার কথা স্মরণ করছে।
ঘটনাটি প্রশাসন ও স্থানীয় জনগণের কাছে একটি মর্মবেদনার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। নদীর পার্শ্ববর্তী এলাকায় এখন নীরবতা বিরাজ করছে এবং স্থানীয়রা এই ধরনের দুর্ঘটনা পুনরায় না ঘটার জন্য সতর্কতার প্রতি গুরুত্বারোপ করছেন।












