কিছুদিন পরপরই খবরের শিরোনাম হন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এর আগে তিনি সন্তানের মা হয়েছেন বলে খবর প্রকাশ হয়েছিল। তবে স্বামী কে, কবে সন্তান হলো, তারা কোথায় থাকেন, তা কেউ বলতে পারেনি। চলতি সপ্তাহে খবর ছড়ায় আদনান কামাল নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন এ চিত্রনায়িকা। এই সংসারে আয়াত নামে তাঁর দুই বছর বয়সী সন্তানও রয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন আদনান।

বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত পপির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পপির কথিত স্বামী আদনান কামাল বুধবার একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, পপির সঙ্গে তার বিয়ের কোনো প্রশ্নই আসে না। কোনো মহল তার বিরুদ্ধে ছড়াচ্ছে।

গণমাধ্যমে তিনি জানান, পপি তাঁদের পারিবারিক বন্ধু। কিন্তু তাঁর সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না। এটা কোনো মহল তাঁর বিরুদ্ধে ছড়াচ্ছে।

তিনি বলেন, ‘গতকাল সারা দিন আমার কাছে কয়েক হাজার ফোন এসেছে। আমি বিরক্ত। আমাকে এমনভাবে প্রশ্ন করতেছে, যেন আমি রিমান্ডে আছি। অনেকে এমনও লিখেছে, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। আমাকে এসব করে রীতিমতো ভাইরাল করে দিয়েছে। আমার ওয়াইফও বিষয়টি বেশ উপভোগ করছে।’

কথায় কথায় আদনান কামালের ভাষ্য, ‘আমি পুরান ঢাকার ছেলে। মানুষের ইজ্জত–সম্মান অনেক বড় জিনিস। কাউকে ছোট করে কেউ কখনও বড় হতে পারেন না। যে সাংবাদিক লিখেছেন, তাঁকে আমি বকা দেব না। তাঁর মা-বাবা কষ্ট করে পড়াশোনা করিয়ে সাংবাদিক বানিয়েছেন। সম্মানজনক একটা পেশায় কাজ করছেন তিনি। কিন্তু তিনি তো এভাবে না বুঝে লিখতে পারেন না। নিশ্চিত না হয়ে কারও ছবি এভাবে দেওয়া উচিত নয়। পুরো ব্যাপারে আমি খুব সারপ্রাইজড। তবে এ রকম নিউজ নিয়ে পড়ে থাকলে তো আর আমার চলবে না। আমি সবাইকে অনুরোধ করব, জেনে লিখুন। না জেনেও যদি লিখতে চান, তা–ও লিখুন। কিন্তু খারাপ লাগছে এটা দেখে, আপনারা আমার তিন সন্তানকে নিয়ে লেখালেখি করতেছেন, এটা খুবই কষ্টদায়ক।’

জানালেন তাঁকে জড়িয়ে এমন সংবাদ হওয়ার একটি কারণের কথা। ‘পপি ম্যাডাম আমাদের পারিবারিক বন্ধু। আমার ওয়াইফের বড় বোনের ফ্রেন্ড। ২০১৮ সালে আমার ছোটবোনের বিয়েতেও এসেছিলেন। গায়েহলুদের অনুষ্ঠানে এসেছিলেন। আমাদের শো করেছেন। শাহরুখ খানও বিয়েতে নাচতে যান, তাই বলে কি শাহরুখ খানের সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়ে যায়? আমরা ঢাকাইয়া মানুষ। খাওন-দাওনের মানুষ। কেউ আসলে খাওন-দাওন না করিয়ে ছাড়ি না। এখন সবাই মিলে যদি আমাদের ফ্যামিলি ফ্রেন্ডশিপ নিয়ে কিছু বলে, তাহলে কী বলব! জানেন, আমার ওয়াইফকেও জিজ্ঞেস করেছি, পপির সঙ্গে তাদের পরিচয় কবে থেকে। সে জানিয়েছে, ২০০৪ থেকে তাদের পরিচয়। বাসায় যাওয়া-আসা। তখন তো আমার বিয়েও হয়নি। আমার বিয়ে হয়েছে ২০১১ সালে।—বললেন আদনান।

আপনাদের সংসারে আয়াত নামের একটি সন্তান রয়েছে বলেও খবর প্রকাশ্যে এসেছে? বিষয়টি নিয়ে তাঁর ভাষ্য, ‘না, না, এটা মিথ্যা কথা। আমার তিন সন্তান। বড় মেয়ে আদিবা, ছোট মেয়ে আজরীন ও ছেলে আলভী। আমার মনে হয়, সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এই কাজ প্রতিপক্ষ ব্যবসায়ীরা করছেন। আমার তিন–চারজনকে সন্দেহ হয়েছে। তাঁদের ব্যাপারে নিশ্চিত হয়ে তারপর নামটা বলতে চাই।’

কয়েক বছর হলো পপি নেই কোনো শুটিং বা নতুন ছবির খবরে। চলচ্চিত্র–সংশ্লিষ্ট আড্ডায়ও তাঁর দেখা পাওয়া যায় না। কাছের দু–একজন ছাড়া কেউ জানেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা এখন কোথায়? যাঁরা জানেন, চান না মুখ খুলতে। তাই গত কয়েক বছর ধরে একেবারেই নিভৃত জীবন যাপন করছেন এই তারকা।

কেউ বলছেন বিয়ে করেছেন, কারও কারও দাবি সন্তানও আছে!

২০২১ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পপি। এর কিছুদিন পর মিডিয়াপাড়ায় চাউর হয় বিয়ে করে সংসারী হয়েছেন এই শিল্পী। কিন্তু তখন সেভাবে কেউ কথা বলেননি।

শোনা যায়, মা হয়েছেন চিত্রনায়িকা পপি। এর কিছুদিন পর হঠাৎ পপি সামনে এসেছিলেন। তবে সেটা সশরীরে নয়, ভিডিওতে। ২০২২ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে এক ভিডিও বার্তা পাঠিয়েছিলেন পপি। যেখানে মিডিয়া থেকে তার বিদায়ের জন্য দায়ী করেন জায়েদ খানকে।

ফেসবুকে ৫ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের জন্য ভোট চান। তাঁদের বিজয়ী করতে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের কাছে ভোট দেওয়ার অনুরোধও করেন।