পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘কমিউনিদাদ রিলেজিয়োসা কুলতুরাল ইসলামিকা আই পর্তুগাল’ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ এপ্রিল) লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য এবং কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন বায়তুল মোকাররম ইসলামিক সেন্টার জামে মসজিদ লিসবনের সভাপতি রানা তসলিম উদ্দিন, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসাইন, সেক্রেটারি শাজেদুল আলম, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সাধারণ সম্পাদক রাসেল আহম্মদ সহ বিশিষ্ট ব্যক্তিরা।

সংগঠনটির সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ তার বক্তব্যে প্রবাসে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখা এবং প্রবাসীদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সুন্দর বাংলাদেশি কমিউনিটি হিসেবে মিলেমিশে বসবাস করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মোস্তাফিজুর রহমানের পরিচালনা ও প্রবাসী সংগীত শিল্পী সোহেল এবং আদনানের বিভিন্ন ইসলামী সংগীত পরিবেশন অনুষ্ঠানটিকে সবার কাছে মনোমুগ্ধকর করে তোলে। মাতৃ মনিজ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আলা উদ্দিন পর্তুগালে বসবাসরত প্রবাসী এবং বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এছাড়া ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ তারিকুল হাসান আশিক, জহরুল ইসলাম মুন, আনোয়ার এইচ খান ফাহিম, এনামুল হক। আরও উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীণ ব্যক্তি কবি মোরশেদ কমল, শোয়েব মিয়া, হেলাল উদ্দিন, মো. লাবলু, মো. রিপন, মোহাম্মদ শাহীন, রাজিব আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, সংগঠনটির সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় লিসবনের বাংলাদেশি অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম মারতিম মুনিজ জামে মসজিদটি পরিচালিত হয়। তাছাড়া সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কল্যাণমূলক কাজে অবদান রাখছে।