পর্তুগালের রাজধানী লিসবনে একটি ইসলামিক সেন্টারে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টায় লিসবনের ইসমাইলি সেন্টারে এই হামলা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে আহত করেছে পুলিশ। পরে তাকে আটক করা হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। সন্দেহভাজন এই হামলাকারী আফগান বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে।

উলে­খ্য, ইসমাইলিবাদ হলো শিয়া ইসলামের একটি ধারা। এর অনুসারীরা প্রিন্স করিম আগা খানকে তাদের আধ্যাত্মিক নেতা হিসেবে মনে করে।

এদিকে, পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্টা বলেছেন, হামলাটি দৃশ্যত বিচ্ছিন্ন ঘটনা এবং সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে আলোচনার সময় হয়নি।

ইসমাইলি সেন্টারের এক কর্মী বলেছেন, হামলা খুব দ্রুত হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা তদন্ত করছে।