আজ শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পর্দা উঠেছে আইপিএলের ১৬তম আসরের। প্রথম ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাটের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত ৮টায় চারবারের চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে মাঠে নেমেছে গত আসরের শ্রেষ্ঠ দলটি। অবশ্য এই লড়াইকে বলা হচ্ছে গুরু-শিষ্যের। কারণ হার্দিক প্রতিপক্ষ দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর মানেন।

গুজরাট তাদের প্রথম আইপিএলেই বাজিমাত করেছিল। হার্দিকের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে সবাইকে অবাক করে দেয় তারা। এবারও ফেভারিট হয়ে মাঠে নামছে দলটি। প্রথম ম্যাচে ফেভারিট তারাই, কারণ গতবার দু’বারের দেখায় সবগুলোতে চেন্নাইকে হারায় গুজরাট। এবার অবশ্য শুরুতেই প্রতিপক্ষ দলের নেতৃত্ব ধোনি থাকায় বেশ ভুগতে হবে তাদের। তাছাড়া ধোনিদের দলে আছেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকস।

মূল আলোচনা হার্দিক ও ধোনির নেতৃত্ব ঘিরে। কার মুখে থাকবে শেষ হাসি, মৌসুমের প্রথম ম্যাচের আগের উত্তাপ মাঠে কতটুকু ছড়ায় সেটাই দেখার অপেক্ষা এখন।

চেন্নাই সুপার কিংস: ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কওয়াড, মঈন আলী, বেন স্টোকস, রবিন্দ্র জাদেজা, শুভম দুবে, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), মিচেল স্যান্টনার, দিপক চাহার, রবিন্দ্র।

গুজরাট টাইটান্স: শুভমান গিল, ঋদ্ধীমান সাহা, কেন উইলিয়ামস, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রাহুল তিওয়াতি, রশিদ খান, মোহাম্মদ শামি, জস লিটল, আলজারি জোসেফ ও ইয়েস দুল।