করোনা মহামারির বিধিনিষেধ প্রত্যাহারের পর ধুকতে থাকা পর্যটন খাতকে ঘুরে দাঁড় করানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে ভুটান। এর অংশ হিসেবে হিমালয় অঞ্চলের দেশটির সরকার পর্যটকদের প্রত্যেকদিনের ২০০ ডলারের (২১ হাজার ৮৬২ টাকার বেশি) ফি অর্ধেক করার ঘোষণা দিয়েছে। দেশটির সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।
বলা হয়েছে, পর্যটকদের প্রতিদিনের পর্যটন ফি ২০০ ডলার থেকে কমিয়ে ১০০ ডলার নির্ধারণ করেছে ভুটান। যা চলতি বছরের সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। নির্ধারিত নতুন ফি আগামী চার বছর পর্যন্ত বহাল থাকবে।
এর আগে ভুটানে পর্যটকদের জন্য দৈনিক ফি ছিল ৬৫ ডলার। তবে দুই বছরের করোনা বিধিনিষেধ শেষে গত বছরের সেপ্টেম্বরে বিদেশি পর্যটকদের কাছ থেকে নেয়া সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি (এসডিএফ) বাড়িয়ে ২০০ ডলার নির্ধারণ করেছিল ভুটান।
এক বিবৃতিতে ভুটান সরকার জানায়, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন ও দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পর্যটন খাতের জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ভুটানের পর্যটন খাতে প্রায় ৫০ হাজার মানুষ কর্মরত রয়েছেন।