হেলা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে আয়োজনের ঘিরে কোনা ধরনের আিশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তবে অতীতের হামলার কথা মাথায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি। শনিবার (১৩ ই এপ্রিল) রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ। এ কারণে বারবার এ আয়োজনে আঘাত হানা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। তাই সবকিছু মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হামলার শঙ্কা নেই।
ডিএমপি কমিশনার বলেন, আগামীকাল পহেলা বৈশাখ, নববর্ষ। এ উৎসব ঘিরে আগে হামলার ঘটনা ঘটেছে। সেই বিষয়টি মাথায় রেখে সব অনুষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি ওয়াচ টাওয়ার ও ড্রোন দিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। অনুষ্ঠানের দিন রমনা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। ঢাকার বেশ কয়েকটি প্রবেশ স্থানে বিশেষ তল্লাশি করা হবে। পুরো এলাকা এসবির ইক্যুইপমেন্ট ও ডিএমপির ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে। বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই রাখা হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই অনুষ্ঠানগুলোতে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিতে তিনি বলেন, আমাদের যেসব জায়গায় অনুষ্ঠান হবে, প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এছাড়া ভিডিও ক্যামেরা থাকবে। অনুষ্ঠানের আগে আশে পাশের এলাকা এসবির (স্পেশাল ব্রাঞ্চ) যন্ত্রপাতি ও ডিএমপির ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপ করা হবে। বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে।
শনিবার সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার স্বার্থে আগামীকাল কিছু কিছু জায়গায় ডাইভার্সন দেওয়া হবে বলেও জানান তিনি।