বিশ্বকাপের সপ্তম রাউন্ডের প্রথম ম্যাচে পরাজয়ের মাধ্যমে বাড়ি ফেরার পালা নিশ্চিত হলো বাংলাদেশের। কলকাতার ইডেন গার্ডেন্সে একপেশে ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ৭ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। তাই কাগজ-কলমে বিদায় নিতে হলো বিশ্বকাপ থেকে। তবে এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠার দৌড়ে এখনও টিকে রইলো পাকিস্তান।
ব্যাটে বলে কখনোই আধিপত্য বিস্তার করতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা। টস জিতে প্রথমে ব্যাট করে জয়ের জন্য মাত্র ২০৫ রানের টার্গেট দিয়েছিল। কলকাতার ইডেন গার্ডেন্সে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ২০৪ রানে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দায়িত্বহীনতার পরিচয় দেন ওপেনার তানজীদ তামিম ও নাজমুল শান্ত। বিশ্বকাপের একটি খেলাতেও নামের প্রতি সুবিচার করতে পারেননি তানজীদ তামিম। নাজমুল শান্তও স্বল্প রানে বিদায় নিয়ে দলকে বিপদে ফেলেন। এবারের বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও হাল ধরতে ব্যর্থ হন। এরপর মাহমুদউলাহ রিয়াদ ও লিটন দাস ৭৯ রানের জুটি গড়েন। অপ্রয়োজনীয় শট খেলে লিটন আউট হন ব্যক্তিগত ৪৫ রানে। মাহমুদউলাহ ছাড়া আর কোন ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি করতে পারেননি। মাহমুদউলাহ রিয়াদ দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন। অধিনায়ক সাকিবও ৪৩ রান করে আউট হন অপ্রয়োজনীয় শট খেলে। দলের বাকিরাও ব্যর্থ হলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০৪ রান।