বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৫ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। আজ (সোমবার) শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শোয়েব মালিকের অর্ধশতকে ৬ উইকেটে ১৭৯ রান তোলে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।
প্রথম পাঁচ ম্যাচে মাত্র দুই জয় পাওয়া রংপুর এদিন আগে ব্যাটে নেমে শুরুতেই ধাক্কা খায়। দুই রান তুলতেই তারা হারায় ওপেনার মেহেদি হাসানকে। দলীয় ২৬ রানের মাথায় বিদায় নেন ৬ রান করা পারভেজ হাসান।
এরপর আশা জাগিয়েও বড় স্কোর করতে পারেননি নাঈম শেখ। ২৯ বলে ৩৪ রান করে সাজঘওে ফেরেন তিনি। তবে চতুর্থ উইকেটে শোয়েব মালিক ও আজমতউল্লাহর ব্যাটে ম্যাচে ফেরে রংপুর।
এই জুটিতে আসে ১০৫ রান। আজমত ২৪ বলে ৪২ রানে ফিরলে ভাঙে জুটি। তবে অপরপ্রান্ত আগলে দলকে বড় স্কোর এনে দেন মালিক। এই পাকিস্তানি ৪৫ বলে ৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। চট্টগ্রামে মেহেদি হাসান সর্বোচ্চ তিন উইকেট নেন।
জবাবে ব্যাটে নেমে শুরুতেই বিপদে পড়ে চট্টগ্রাম। দলীয় ৪ রানে উসমান খানকে হারানোর পর ৯ রানের মাথায় ফিরে যান তৌফিক। দুই রান যোগ হতে পরে আরেক উইকেট। এরপর অবশ্য জুটি গড়েন ডারউইশ রাসুলি ও শুভাগত হোম।
৬৬ রান আসে এই জুটিতে। রাসুলি ২১ রানে ফিরলে ভাঙে জুটি। এরপর ১২ বলে ২৪ রানের টর্নেডো ইনিংস খেলে ফেরেন জিয়াউর রহমান। চট্টগ্রামের রান তখন ১০৩। দলের খাতায় আর ৭ রান যোগ হতে ফেরেন অর্ধশতক করা শুভাগত। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে চট্টগ্রাম।
১৪ রানে শেষ ৪ উইকেট হারিয়ে অলআউট হয় ১২৪ রানে। শুভাগত ৩১ বলে করেন ৫২ রান। হারিস রউফ নেন সর্বোচ্চ তিন উইকেট।
ছয় ম্যাচে রংপুরের তৃতীয় জয় এটি। সাত ম্যাচে চট্টগ্রাম হারলো পাঁচটিতেই।