পাকিস্তানের করাচিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের চত্বরে বোমা হামলা হয়েছে। দেশটিতে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের এআরওয়াই নিউজ পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে যে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, যে বিস্ফোরক দ্রব্যগুলো করাচিতে ভোট প্যানেল অফিস সংলগ্ন একটি শপিং ব্যাগে রাখা হয়েছিল।

প্রতিবেদনে করাচি পুলিশের উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়েছে, যে একটি বোমা নিষ্ক্রিয়কারী দলকে বিস্ফোরণস্থলে তলব করা হয়েছে। বিস্ফোরণের ধরণ ও লক্ষ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, রেড জোন এলাকার নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে কঠোর। পাকিস্তানের সব বড় শহরে রেড জোন এলাকা রয়েছে এবং দেশটির গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো সেই এলাকায় অবস্থিত। পাকিস্তান পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট জানিয়েছে, বিস্ফোরিত বোমাটি ‘হোম মেইড’ এবং প্রায় ৪০০ গ্রাম বিস্ফোরক পদার্থ ছিল সেটিতে।

বোমা বিস্ফোরণের অল্প সময়ের মধ্যেই অবশ্য করাচি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে ইসিপির কেন্দ্রীয় কার্যালয়। সেই সঙ্গে পুলিশের এসএসপি এবং করাচির রেড জোন এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে এ সম্পর্কে প্রতিবেদন চেয়েছে ইসিপি।

আগামী ৮ই ফেব্রুয়ারি ১৬তম পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এছাড়া দেশটির চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলো বরাবরই নির্বাচনবিরোধী।