পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা অনুসন্ধানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচের সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের সেগুলো অতিক্রম করার উপায় খুঁজে বের করে সামনে এগোতে হবে।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, সার্কের কাঠামোয় পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তিনি সবসময়ই পছন্দ করেন। জনগণের মধ্যে বন্ধন বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের উচিত দুই দেশের মধ্যে আরও বেশি যুব ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিনিময় করা। আমাদের সম্পর্ক হিমশীতল হয়ে যাওয়ায় আমরা দীর্ঘদিন একে অপরকে মিস করছিলাম। আমাদের প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করতে হবে।
১৫ বছর পর দুই দেশের মধ্যে অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপক্ষীয় পরামর্শক বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আমনা বালোক। অতীতের প্রসঙ্গ টেনে আমনা বালুচ বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যেসব সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগানোর উপায় খুঁজে বের করতে হবে। আমাদের নিজেরাই বিশাল একটি আঞ্চলিক বাজার। আমাদের উচিত সেটিকে কাজে লাগানো। বারবার সুযোগ হারালে চলবে না।’
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, এপ্রিলের শেষ দিকে দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের আসন্ন সফর দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করবে।
২০২৪ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং ডিসেম্বরে কায়রোতে ডি-৮ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তাঁর বৈঠকের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, এই বৈঠকগুলো দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সার্ক, ওআইসি ও ডি-৮-এর মতো আঞ্চলিক ও বহুপক্ষীয় মঞ্চগুলোতে বাংলাদেশ ও পাকিস্তান ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে যাবে।
এ সময় এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উপস্থিত ছিলেন।