পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার শহরে আত্মঘাতী বোমা হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যসহ দু’জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৬ জন। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরটির ব্যস্ততম সড়কে আধাসামরিক বাহিনীর একটি গাড়ির কাছেই হয় বিস্ফোরণ। পুলিশ জানায়, এ ঘটনায় নিহত হয়েছে হামলাকারীও। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জিহাদ নামের নবগঠিত এক জঙ্গি সংগঠন।
সরকারের সাথে জিহাদী সংগঠনগুলোর এক চুক্তির মেয়াদ শেষ হয় ২০২২ সালের শেষের দিকে। এরপর থেকেই বাড়ে হামলার ঘটনা। চলতি বছরের শুরুতেই পেশোয়ারে একটি মসজিদে হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়।
এদিকে, হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন তারা।