পাকিস্তানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে  দফায় দফায় সংঘর্ষ হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের। স্থানীয় সময় শুক্রবার (৪ অক্টোবর) রাজধানী ইসলামাবাদে সংঘর্ষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। এদিন সকাল থেকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটসেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, খাইবার পাখতুন খাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আল আমিন গান্দাপুরকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পিটিআই। এমনকি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ভবনে অবস্থা করছে পাকিস্তান স্পেশাল ফোর্সের অসংখ্য সদস্যরা। যদিও এসব বিষয় অস্বীকার করেছে প্রাদেশিক সরকার।

পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার বিক্ষোভ করতে বিভিন্ন জায়গায় পিটিআইয়ের সমর্থকরা জড়ো হন। সমাবেশ সফল না করতে দিতে ইসলামাবাদের এসব জায়গায় ১৪৪ ধারা জারি করে সরকার। কিন্তু তা ভঙ্গ করে সমবেত হন ইমরানের সমর্থকরা। তবে পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে যায়। ওই সময় বিক্ষোভের জন্য জড়ো হওয়ার পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে।

মুদ্রাস্ফীতি হ্রাস, বিচারবিভাগের স্বাধীনতা এবং ইমরানের মুক্তির দাবিতে পিটিআই তাদের পরিকল্পিত বিক্ষোভকে ‘ডু অর ডাই’ বলে অভিহিত করেছে। এমন প্রেক্ষাপটে ১৪৪ ধারার অধীনে সমাবেশের উপর নিষেধাজ্ঞার সঙ্গে লাহোরের সমস্ত প্রবেশপথ এবং প্রস্থান পয়েন্টগুলোতে ভারী ব্যারিকেডও দেওয়া হয়েছে।