পাকিস্তানে একটি বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে, দক্ষিণ পাকিস্তানে আগুন লাগা বাসটিতে বন্যা দুর্গতরা বাড়ি ফিরছিলেন। গত বুধবার রাতে করাচির বন্দর শহরকে হায়দ্রাবাদ এবং সিন্ধু প্রদেশের জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মোটরওয়েতে এ ঘটনা ঘটে। খবর জিও টিভির।

সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত দুর্ঘটনায় ১৮ জন যাত্রী মারা গেছে। ১০ জন আহত হয়েছে যাদের উদ্ধারকারী দল চিকিৎসা দিয়েছে। বাসে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।’

জামশোর জেলা কমিশনার আসিফ জামিল রয়টার্সকে বলেছেন, ‘যারা বাসে ভ্রমণ করছিল তারা বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তারা মোটরওয়ে থেকে দূরে কোথাও স্থানান্তরিত হয়েছিল এবং দাদু জেলায় বাড়ি ফিরছিল।’

কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে যে, বাসের পিছনের অংশে আগুন ছড়িয়ে পরে পুরো বাসটিকে গ্রাস করে। আগুন থেকে বাঁচতে বাস থেকে লাফ দেন কয়েকজন যাত্রী। সিন্ধু প্রদেশের সবচেয়ে বেশি বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে একটি দাদু জেলা।