পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের পিশিন শহরে আসফান্দ ইয়ার খান কাকার নামে এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন।
বুধবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে পিশিনের খাজোনি এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না আসফান্দ। ফলে সৌভাগ্যক্রমে অক্ষত আছেন তিনি।
পিশিনের ডেপুটি কমিশনার জুম্মা দাদ খান জানিয়েছেন, পিশিনের নোকান্দি এলাকার এক প্রার্থীর কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পিশিনের খানোজাই এলাকায় স্বতন্ত্র প্রার্থী আসফান্দ ইয়ার খান কাকারের রাজনৈতিক কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ হয়েছে। কাকার বেলুচিস্তান নির্বাচনী এলাকার পিবি ৪৭ ও পিবি ৪৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
আহতদের খানোজাই তেহসিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে আহতদের অধিকাংশের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. হাবিব।
বোমা বিস্ফোরণের খবর জানার পর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বেলুচিস্তানের মুখ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে (আইজিপি) প্রতিবেদন তলব করেছে।
ইসিপির মুখপাত্র বলেছেন, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।