কাশ্মিরসহ ভারত ও পাকিস্তানের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার স্থানীয় সময় সকালে ৫.২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে উৎপত্তিস্থলের আশপাশে ভূমিকম্পের মাত্রা ৫.৯ ছিল বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, রোববার (২৮ মে) স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ।

এনডিটিভি জানিয়েছে, ভারতের স্থানীয় সময় সকাল ১১টা ২৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এছাড়া চণ্ডীগড়সহ পাঞ্জাব ও হরিয়ানার অনেক জায়গায়ও অনুভূত হয়েছে কম্পন।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, রোববার সকালে আফগানিস্তানের ফয়জাবাদের কাছে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ফয়জাবাদ থেকে ৭৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।