পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে স্থানীয় শান্তি কমিটির বৈঠক চলাকালে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন । তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এবং দেশটির ডন পত্রিকার বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই হামলার পেছনে কে বা কারা রয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধারকারী দল এবং স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো এলাকাটি ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।

কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং বিস্ফোরণ জড়িতদের খুঁজে বের করার জন্য বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

ওয়ানা সিটি পুলিশ স্টেশনের হাউস অফিসার (এসএইচও) উসমান নাজিক ডনকে বলেন, বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। শান্তি কমিটি অফিসে বৈঠক চলাকালীন এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হামলা।