পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ক্রিকেট সিরিজ জিতে দেশে ফিরেছে জাতীয় দলের একাংশ। বুধবার রাত সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা।

টাইগারদের দ্বিতীয় বহরটি ফেরার কথা রয়েছে বুধবার দিবাগত রাত ২টায়। তবে দলের সাথে ঢাকায় আসবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সাথে দুবাই পর্যন্ত এসে তিনি সেখান থেকে ইংল্যান্ডে যাবেন কাউন্টি লিগ খেলতে। পুরো দল এবং কোচিং স্টাফরা এক বিমানে আসতে পারছেন না।

দলের বাকি সদস্যরা ঢাকায় এসে পৌঁছাবেন বুধবার রাত ২টায়।

কানাডার লিগ খেলে দুবাই হয়ে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। তিনি দলের অন্যদের সঙ্গে একই ফ্লাইটে দুবাই পর্যন্ত গেলেও সেখান থেকে লন্ডনের বিমান ধরার কথা। ইংল্যান্ডে একটি কাউন্টি ম্যাচ খেলে দলের সঙ্গে ভারতে টেস্ট সিরিজের দলে যোগ দেওয়ার কথা সাকিবের।

বাংলাদেশ এবারই প্রথম পাকিস্তানকে টেস্ট হারিয়েছে। পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের রেকর্ডও গড়েছেন প্রথমবার। পাকিস্তানকে তাদেরই মাঠে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল শান্তর নেতৃত্বাধীন দল। টেস্টে এটাকেই বাংলাদেশ ক্রিকেটের সেরা সাফল্যও বলা হচ্ছে।