বিদেশে পাচার অর্থ ফেরত আনার বিষয়ে দুদকের মানি লন্ডারিং টিমের সাথে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্য হাইকমিশনের চার সদস্য।

হাইকমিশনের প্রতিনিধিদলের সদস্যরা হলেন- ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) ডয়েন এডলি শিয়াবলা, হেড অব পলিটিক্যাল অ্যান্ড গভার্নেন্স টিমথি ডুকেট, ইন্টারন্যাশনাল লিয়াজন অফিসার পিটার ভেরনন ও হানাহ রিডলি। এছাড়াও যুক্তরাজ্য থেকে বৈঠকে অনলাইনে যোগ দেন আন্তর্জাতিক দুর্নীতি দমন কর্ডিনেশন সেন্টারের ডেপুটি হেড মাইকেল পেটকভ।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশ ও সংস্থার সহযোগিতার জন্য বৈঠক চলমান রয়েছে। গেল ১৫ বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ সন্ধানে সম্প্রতি এফবিআই, ইউরোপ ইউনিয়ন সহসহ বিভিন্ন সংস্থার সাথে এনিয়ে কয়েক দফায় বৈঠক করলো সংস্থাটি।

বিগত ১৫ বছরে আওযামী সরকারের আস্থাভাজন ব্যক্তিদের পাচার করা অর্থ ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার দুদকসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে টাস্কফোর্স গঠন করেছে। যদিও অতীতে অর্থ ফেরাতে দুদকের তেমন কোন সফলতা না থাকলে এবার জোরেশোরে দৌঁড়ঝাপ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে এফবিআই, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের ইউএনওডিসি’র সাথে বৈঠক করেছে সংস্থাটির।

এরই ধারাবাহিকতায় রোববারও দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ নেতৃত্বে সাথে বৈঠক করেছেন দুই সদস্যের ব্রিটিশ প্রতিনিধি দল। সেখানে বিভিন্ন দেশথেকে অর্থ ফেরাতে এই দলটি কিভাবে দুদককে সহযোগিতা করবে তা নিয়ে আলোচনা হয়।