চতুর্থ শ্রেনী থেকে পাঠ্যপুস্তকে ছাত্র জনতার অভ্যুত্থানের  প্রতিফলন থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়।

রোববার (০১ ডিসেম্বর) দুপুরে রংপুরে স্থানীয় আরডিআরএস এর বেগম রোকেয়া হলরুমে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, পহেলা জানুয়ারিতেই প্রাথমিকের সবার হাতে নতুন বই পৌঁছে যাবে। এনিয়ে সরকার যথেষ্ট আন্তরিক রয়েছে।

এছাড়াও প্রাথমিকে শিশু শিক্ষার্থীদের পাঠদানের আগ্রহ বাড়াতে নানা ধরনের পরিকল্পনার কথাও জানান তিনি।