কক্সবাজারের পেকুয়ায় খালের পানিতে পড়ে নিখোঁজ দুই সহোদরসহ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে একই খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।এর আগে, বুধবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফেরাসিঙ্গা পাড়ার সাহেবখালী খালে পড়ে শিশুরা নিখোঁজ হয়।
উদ্ধার হওয়া তিন শিশু হলো—স্থানীয় নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০), ছেলে আমির হোছাইন (৭) ও তাদের নিকটাত্মীয় ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, সকালে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তিন শিশু পাশের এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে যায়। একই দিন সন্ধ্যায় তারা বাড়িতে ফেরার পথে সাহেবখালী নামক খালের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন। পরে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খালের পানিতে অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একই খালের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে।
উজানটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওসমান গণি জানান, বৃহস্পতিবার সকালে খাল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে দাফনের ব্যবস্থা করা হয়েছে।