পাবনার সদর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (১৩ই আগস্ট) রাতে উপজেলার পাবনা-পাকশী আঞ্চলিক সড়কের নাজিরপুর টিকরী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা সদর পৌরসভার কৃষ্ণপুর এলাকার ইকবাল হোসেন খান (৪৫) ও বেড়া উপজেলার নগরবাড়ী এলাকার মজিদ শেখ (৫৫)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মোটরসাইকেলটি পাবনার যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।