যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বীচ সকার ক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন পরিণত হয়েছিল প্রবাসী বাঙালিদের মিলনমেলায়। প্রায় দেড় বছর বৈশ্বিক করোনা মহামারিতে ঘরবন্দি নাভিশ্বাস জীবনের পর মুক্ত বাতাসে বনভোজনকে ঘিরে বন্ধু, স্বজন ও প্রতিবেশিরা মেতে ওঠেন জীবনের উচ্ছাসে।

নাজমুল হক রনি’র সভাপতিত্বে বনভোজনের বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন নুরুল আমিন। বনভোজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার একাংশের সভাপতি এম রহমান জহির। তিনি বলেন, বিদেশের মাটিতে বনভোজন বা প্রাণের মেলা প্রতি বছরই অনুষ্ঠিত হবে। কারন পাম বীচ সকার ক্লাবের সব সদস্য ভীষন পরিশ্রমী এবং সব সময়ই তাদের এই আয়োজনের জন্য ‍মুখিয়ে থাকেন প্রবাসী বাংলাদেশিরা।

বনভোজনের সংক্ষিপ্ত আলোচনা পর্বে আরও বক্তব্য রাখেন ফারুক সরকার, দিনাজ খান, ঢাকা ক্লাবের সভাপতি মিম খান, নাজমুল হোসেন রনিসহ অনেকেই।

দ্বিতীয় পর্বে শিশুদের খেলাধুলা ও রুবি রউফ এর গান সবাইকে মোহিত করে। সব কিছু মিলিয়ে অন্যরকম এক ভাললাগার দিন কাটান ফ্লোরিডার প্রবাসী বাংলাদেশিরা।