পার্বত্য চট্টগ্রামের পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উস্কানিদাতা ও দোষীদের সনাক্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এক বিবৃতিতে সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন বলেন, যেকোনোভাবে জাতিগত বিদ্বেষ সৃষ্টি করে বাংলাদেশের জনগণকে, এক জাতিকে অন্য জাতির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়ার চেষ্টা গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী।
তিনি মন্তব্য করেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের এক গভীর চক্রান্তের শিকারে পরিণত করার পাঁয়তারা চলমান। সকল ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রত্যেক নাগরিককে তার জায়গা থেকে ভূমিকা রাখার আহবান জানায় জাতীয় নাগরিক কমিটি। জাতীয় সার্বভৌমত্বের অখণ্ডতা যেন হুমকির মুখে না পড়ে, সংশ্লিষ্ট সকল পক্ষকে তা বিবেচনায় রাখার আহ্বানও জানায় নাগরিক কমিটি।
সামান্তা শারমিন বলেন, জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের সকল জাতিসত্তাকে সম্মান করে এবং সকলের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বদ্ধ পরিকর। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে চলমান সহিংসতা বন্ধ করতে হবে এবং বিবাদমান উভয়পক্ষের মধ্যে দাঙ্গা ঠেকাতে হবে। দেশের প্রতিটি নাগরিক, তিনি যে জাতিসত্তারই হোন না কেন, তার জানমালের নিরাপত্তা প্রদান সরকারের দায়িত্ব ও কর্তব্য। আমরা সরকারকে তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের আহবান জানাচ্ছি। একই সাথেপাশাপাশি নিহত পরিবারদের ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার মতো মানবাধিকার নিশ্চিত করতে হবে।