অসদাচরণ ও সরকারি আদেশ উপেক্ষা করে কর্মস্থলে যোগ না দিয়ে ‘পালিয়ে’ থাকার দায়ে চাকরিচ্যুত হয়েছেন উপসচিব মো. শামীম হোসেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডার ২৪তম ব্যাচের কর্মকর্তা। তাকে চাকরিচ্যুত করে গত ১৬ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শামীম নিউই্য়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পদে ছিলেন। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর তাকে সেখান থেকে বদলি করে দেশে ফিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে যোগ দিতে আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সে আদেশ উপেক্ষা করে দেশে ফেরেননি এবং কর্মস্থলেও যোগ দেননি। এ কারণে অসদাচরণ ও পলায়নের দায়ে তাকে চাকরিচ্যুত করেছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে কর্মকালে সুরক্ষা সেবা বিভাগের এক চিঠিতে তাকে দায়িত্ব হস্তান্তরপূর্বক স্বদেশ প্রত্যাবর্তন করে ওই বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর শামীমকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পদ থেকে অবমুক্ত করা হয়। তারপর থেকে এখন পর্যন্ত তিনি সুরক্ষা সেবা বিভাগে যোগ দেননি। ফলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ৩(খ) ও ৩(গ) বিধি মোতাবেক যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তাকে মামলায় কারণ দর্শাতেও বলা হয়। অভিযুক্ত কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিয়েছেন। তবে ব্যক্তিগত শুনানির জন্য আগ্রহ প্রকাশ করেননি। জবাবে তিনি সরকারি কর্মে যোগদান করা সম্ভব হচ্ছে না বলে জানান। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০২২ সালের ২৯ আগস্ট শামীম হোসেনের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ৩(খ) ও ৩(গ) বিধি মোতাবেক অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ফলে তাকে পলায়নের তারিখ অর্থাৎ ২০২১ সালের ২০ সেপ্টেম্বর থেকে ‘চাকরি হতে অপসারণ’ নামীয় গুরুদণ্ড দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।