পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পরে ৪ শিশু সহ ৮ জন নিহত হয়েছে। বুধবার রাত দুইটার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের জ্ঞানসা এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লাহ (৩) ও শাহাদাৎ (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খালে পড়ার খবরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে পিরোজপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট। সেখানে থেকে দুইজন পুরুষ, চারজন শিশু ও দুই নারীর মরদেহ উদ্ধার করে তারা।

সংস্থাটি জানিয়েছেন, নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এদের মধ্যে মোতাহারের বয়স ৪৫ বছর, তার স্ত্রী ৩৬ বছর বয়সী সাবিনা ও তাদের ১০ বছর বয়সী মেয়ে মুক্তা ও দুই বছরের ছেলে শোয়াইব।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক আসিফ হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই আটজনের সবার মৃত্যু হয়েছিল।

পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান বলেন, নিহতদের মধ্যে মোতালেবের সঙ্গে পাওয়া আইডি কার্ড থেকে তাদের পরিচয় জানতে পারেন তারা। মোতালেব সেনাবাহিনীতে সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।