উজবেকিস্তানে আঞ্চলিক নিরাপত্তা সংগঠন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার  প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ।

স্থানীয় সময় শুক্রবারের মোদী-পুতিন বৈঠকে কী নিয়ে আলোচনা হয়, বিশ্বের সবার নজর ছিল  সেদিকে।

বৈঠকের শুরুতেই রাশিয়াকে যুদ্ধ থামানোর অনুরোধ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আশ্বাস দিয়ে বলেছেন, তারাও “যত তাড়াতাড়ি সম্ভব” যুদ্ধ  শেষ করতে চান।

বৃহস্পতিবার রাতেই এসসিও সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তানের সমরখন্দে যান মোদী। সম্মেলনে যোগ দিতে সেখানে যান পুতিনও। তাদের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকের বিবরণ প্রকাশ করেছে ক্রেমলিন।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে বিশেষ পরামর্শ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি জানি, আজকের যুগ যুদ্ধের যুগ নয়। আমি ফোনে এ নিয়ে আপনার সঙ্গে কথা বলেছিলাম। শান্তির পথে হাঁটতে আপনাকে অনুরোধও জানিয়েছি। গণতন্ত্র, কুটনীতি এবং আলোচনাই বিশ্বকে একাট্টা করে রাখতে পারে।”

তবে পুতিন বলেন, ইউক্রেইন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং রণক্ষেত্রে তাদের নিজেদের উদ্দেশ্য পূরণের পথে হেঁটেছে।

এরপরই তিনি মোদীকে বলেন, “আমি আপনার অবস্থান জানি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আপনার উদ্বেগ সম্পর্কেও আমি ওয়াকিবহাল। আমরাও চাই এ যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক। এর জন্য আমরা সবকিছু করব।”

“কেবল দুঃখজনক ব্যাপার হল এই যে, অপরপক্ষ, অর্থাৎ ইউক্রেনের নেতৃবৃন্দ, আলোচনা প্রক্রিয়া প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে এবং সামরিক পন্থাতেই তারা লক্ষ্য অর্জন করতে চায় বলে জানিয়েছে।”