পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ এর সেরা খেলোয়াড় হিসেবে পাওয়া টাকা বৈষশ্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত একজন রিকসা চালকের পরিবারকে দেয়ার ঘোষণা দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

আজ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্টানে তিনি এ ঘোষণা দেন।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল। দুই ম্যাচের এই সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন মেহেদি হাসান মিরাজ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেছেন, ‘আমি খুবই আনন্দিত দেশের বাইরে প্রথমবার সিরিজসেরা হতে পেরে। অল-রাউন্ডারের কাজটা খুবই কঠিন। তবু আমি চেষ্টা করেছি স্ট্রাইক রোটেট করতে। মুশফিক ভাই এবং লিটন দাসের সঙ্গে ব্যাটিং করে খুবই ভালো লেগেছে। পাঁচ উইকেট পেয়ে ভালো লাগছে, আরও ভালো বোলিং করার চেষ্টা করব। দলের সবাই আমার পারফর্মেন্সে খুশি। বৈষম্যবিরোধী আন্দোলনে এক রিকশাচালক আহত হয়েছিলেন। পরে তিনি মারা যান। সিরিজসেরার পুরস্কার হিসেবে পাওয়া অর্থ আমি তার পরিবারকে দিব।’