পুলিশে রদবদলের অংশ হিসেবে উপ মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পুলিশ সুপার পদমর্যাদার ৩০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের চলমান বদলি, পদোন্নতি, বাধ্যতামূলক অবসর ও চাকরিচুত্যির সিদ্ধান্তের মধ্যে এবার বড় রদবদলের আদেশ এল।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করে, যাদের মধ্যে সিআইডির ডিআইজি মোল্যা নজরুল ইসলাম রয়েছেন। তাকে রাজশাহী পুলিশ একাডেমি সারদার বদলি করা হয়েছে।