নিজেদের কর্মদক্ষতা দিয়ে ঢাকা মহানগর পুলিশ জনমানুষের আস্থা অর্জন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আগে পুলিশকে মানুষ ভয় পেলেও এখন পুলিশ মানুষের বন্ধুতে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছে ডিএমপি। এসময় ডিএমপি কমিশনার বলেন, ঢাকা যেন ২৪ ঘন্টাই নিরাপদ নগরী থাকে, সেজন্য কাজ করে যাচ্ছে পুলিশ।
বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার। এদিন সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ঢাকা মহানগরীতে মানুষ যেন ২৪ ঘণ্টাই পুলিশকে বিপদে পাশে পায়, সেভাবে বাহিনী গড়ে তোলা হচ্ছে।
এসময় পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, প্রায় আড়াই কোটি মানুষের শহরে অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হলেও ডিএমপি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
অনুষ্ঠান দুই সিটির মেয়র নগরীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে তুলে ধরেন তাদের পরিকল্পনা। জানান, এআই প্রযুক্তি দিয়ে যানযট নিরসনে ট্রাফিক পুলিশকে সাথে নিয়ে সিটি করপোরেশন কাজ করছে বলে জানান ঢাকা দক্ষিন সিটির মেয়রশেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জনগণের আস্থা অর্জন করেছে ডিএমপি। এই বাহিনী এখন জনগণের। পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।