বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সূচনা করেছিল ব্রাজিল। কিন্তু হোঁচট খেতে বসেছিল পেরুর বিপক্ষে। প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় দলটি। তবে শেষ মুহূর্তে নেইমার ও মার্কিনহোসের যুগলবন্দীতে জয় তুলে নিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বুধবার (১৩ই সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে পেরুর মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে ব্রাজিল।

পেরুর মাঠ এস্তাদিও ন্যাসিওনাল দে লিমায় প্রাণভোমরা নেইমার সেভাবে প্রভাব রাখতে পারেননি। তবে একমাত্র গোলটিতে অবদান ছিল ব্রাজিলিয়ান তারকার। ৯০ মিনিটে নেইমারের ইনসুইংগিং কর্নার থেকেই দর্শনীয় এক হেড করেন ব্রাজিল ডিফেন্ডার।

শুরুতে গত বিশ্বকাপ বাছাই পার হতে না পারা পেরুর রক্ষণের পরীক্ষা নিতে পারেনি ব্রাজিল। সেলেসাওরা বল দখলে এগিয়ে থেকেছে ঠিকই কিন্তু পেরুর গোছানো রক্ষণের সামনে তারা প্রায়ই পেরে উঠেনি। প্রথমার্ধে দুটি গোল পেয়েও হতাশ হতে হয় নেইমারদের।  ম্যাচের ১৫ মিনিটে সুযোগ পেয়ে জাল কাঁপিয়েছিলেন রাফিনহা। কিন্তু বিল্ড আপে অফসাইড হওয়ায় বাতিল হয়ে যায় তার গোল।

১৫ মিনিট বাদে আবারও হতাশায় ডুবেছে সেলেসাও শিবির। অসাধারণ হেডে রিচার্লিসন জাল কাঁপিয়েছিলেন। কিন্তু মার্জিনাল অফসাইডে ভার রিভিউর পর এবারও গোল বঞ্চিত হয় তারা। নেইমারের একটি প্রচেষ্টাও সেভ হয়েছে।

দ্বিতীয়ার্ধে আরও বেশি অগোছালো মনে হয়েছে তাদের। ব্রাজিল ওপেন প্লে থেকে সুবিধা আদায় করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। নেইমারকে মনে হয়েছে ধারহীন! শেষ পর্যন্ত ৯০ মিনিটের কর্নারটি পার্থক্য গড়ে দিয়েছে।