পেরুর দক্ষিণাঞ্চলীয় কামানা প্রদেশে প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩৬জন নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাটির শত শত ঘর-বাড়ি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধারবাহিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্রবল স্রোত উচ্চভূমি থেকে পানি, কাদা এবং পাথরের সম্মিলিত স্রোত বয়ে নিয়ে আসে কয়েকটি গ্রামে। আর এতেই চাপা পড়েন কয়েকজন। এখনো পর্যন্ত গ্রামগুলো থেকে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চামানা প্রদেশের নিকোলাস ভালকেরসেল পৌরসভার সিভিল ডিফেন্স কর্মকর্তা উইলসন গুতিয়েরেজ স্থানীয় বেতার স্টেশন আরপিপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মিসকি থেকে এখনো পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
উইলসন গুতিয়েরেজ জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন একটি ভ্যানে করে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে পানি, কাদা এবং পাথরের সম্মিলিত স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। পরে তারা কাদায় ঢাকা পড়েন।
এদিকে, তীব্র শীত ও ভয়াবহ তুষারপাত অব্যাহত রয়েছে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে। বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির কয়েক কোটি মানুষের জীবনযাত্রা। নিউ হ্যাম্পশায়ার ও ওয়াশিংটন রাজ্যে বিরাজ করছে মাইনাস ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
এছাড়া, চলতি মৌসুমে নিউইয়র্ক সিটিতে ভারী তুষারপাত দেখা না গেলেও শিগগিরই সেখানে তুষারঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। তীব্র শীত আর ভারী তুষারে ঢেকে আছে গ্রিসের দক্ষিণাঞ্চলও। দুর্ঘটনা এড়াতে Ÿাড়তি সতর্কতা হিসেবে দেশটির রাজধানী এথেন্সের স্কুল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। তুষারপাত অব্যাহত রয়েছে ভারতের জম্মু-কাশ্মিরেও। এতে এলাকাটিতে পর্যটক আকর্ষণ বাড়লেও ব্যবহত হচ্ছে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা।