ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার তীর্থস্থান হিসেবে পরিচিত হবে বলে মন্তব্য করেছেন রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটকের মায়ের মুচলেকায় ছাড়া পাওয়া কিশোর নিজন আমিন খান। শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে এই মন্তব্য করেন তিনি।
নিজন আমিন খান বলেন, আমাকে মুচলেকা দিতে হয়েছে। বলা হয়েছে, আমাকে যদি আবার ধানমন্ডিতে দেখে, তাহলে আমাকে আবার গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, আমি আবারও ধানমণ্ডিতে যাব এবং এই ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার এক তীর্থস্থান হিসেবে পরিচিত হবে, এটাই আমার আশা।
এর আগে, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ধানমণ্ডি ৩২ থেকে এই কিশোর নিজন আমিন খানকে আটক করা হয়। আটকের পর তাকে পুলিশভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
পুলিশের তথ্যমতে, আটক কিশোরের বয়স ১৪। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা। ঘটনাস্থলে দেখা যায়, আটক কিশোরের পরনে প্যান্ট-কোট-টাই রয়েছে। তার হাতে একটি ব্যাগ ছিল। ব্যাগে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে ‘ইট সংগ্রহ’ করে রেখেছিল।












