কোটা সংস্কার আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান।

শনিবার (১৩ই জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

কর্মসূচি অনুযায়ী, রোববার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই গণপদযাত্রা শুরু হবে। গণপদযাত্রা রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে সেখানে স্মারকলিপি প্রদান করা হবে।

এছাড়া একই দিনে ঢাকার বাইরে শিক্ষার্থী গণপদযাত্রা করে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে তারা জানায়, অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সরকারের। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা চলবে না। ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। মামলা, গ্রেপ্তার ও হামলার ঘটনায় তারা উদ্বিগ্ন বলেও জানান এসময়।

উল্লেখ্য, কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের নামে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। আসামি করা হয়েছে ‘অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থী’ দের নামে।

শুক্রবার (১২ জুলাই) রাতে এ মামলা করা হয়। মামলার বাদি হয়েছেন রাজারবাগ পুলিশ লাইনসের পরিবহন বিভাগের গাড়িচালক খলিলুর রহমান।