পোল্যান্ডে সড়কে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় যশোরের শার্শার আল-আমিন নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন বাংলাদেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় ১১টায় এ  দুর্ঘটনা ঘটে।  তথ্যটি নিশ্চিত করেছেন শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন।

স্থানীয়রা জানায়, আলামিন গত তিন মাস আগে পোল্যান্ডে  গিয়েছিল। গতকাল সকালে একটি কোম্পানিতে চাকরির উদ্দেশ্য রওনা হলে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আলামিনসহ আরও তিন বাংলাদেশী প্রবাসী আহত হয়,তাদের পরিচয় জানা যায়নি। নিহত আলামিন শার্শার পাঁচ কায়বা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, এ ঘটনা  শোনা মাত্রই নিহতের পরিবারের খোঁজ খবর নিয়েছি। এখন মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।