প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী জাস্টিন বিবার। তার মুখের এক পাশ পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ২ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন কানাডায় জন্ম নেয়া ২৮ বছর বয়সী শিল্পী।
‘বেবি’ শিরোনামের গানের জন্য কিশোর বয়সেই বিশ্বজুড়ে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন জাস্টিন বিবার। তার ইউটিউব চ্যানেলে ২০১০ সালে প্রকাশিত গানটির ভিউ পৌনে ৩০০ কোটি। এ গানের মাধ্যমে বাংলাদেশি অনেক শ্রোতার কাছেও পরিচিত মুখ বিবার।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে ওয়ার্ল্ড ট্যুরের শো বাতিল করেন জাস্টিন বিবার। এরপর ভিডিও বার্তায় অসুস্থতার খবর জানালেন তিনি।
এ শিল্পী জানান, তার মুখে ভাইরাসজনিত উপসর্গ ‘র্যামসে হান্ট সিনড্রোম’ দেখা গেছে। এর ফলে মুখের ডান পাশ অবশ হয়ে গেছে।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, মুখের স্নায়ুতে ভাইরাসের আক্রমণে র্যামসে হান্ট সিনড্রোম দেখা দেয়।
ওই সিনড্রোমে আক্রান্ত হওয়া নিয়ে জাস্টিন বিবার বলেন, ‘আপনারা যেমনটা দেখছেন, আমার এই চোখের (ডান) পলক ফেলা যাচ্ছে না। মুখের এ পাশ দিয়ে আমি হাসতে পারি না…এর মানে হলো মুখের এ পাশ পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত।’
তিনি আরও বলেন, ‘ভাইরাস আমার কান ও মুখের স্নায়ু আক্রান্ত করেছে, যার ফলে মুখ পক্ষাঘাতগ্রস্ত হয়েছে।’
এর আগে গত সপ্তাহে ওয়ার্ল্ড ট্যুরের তিনটি শো বাতিলের ঘোষণা দেন শিল্পী। এ ট্যুর শুরু হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে।