আগামী ২০২৪ সালের ২৬ জুলাই প্যারিসে শুরু হবে অলিম্পিক গেমস। তার এক বছর আগে আনুষ্ঠানিকভাবে সদস্যদেশগুলোকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। তবে রাশিয়া ও বেলারুশকে চিঠি দেয়নি আইওসি। স্থানীয় সময় বুধবার (২৬ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এসব তথ্য জানিয়েছে।

আইওস্যার পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারিস অলিম্পিকে রাশিয়া ও বেলারুশকে ডাকা হবে না। তবে এই দেশ দুইটির অ্যাথলেটদের জন্য অলিম্পিকের দরজা খোলাই রাখা হয়েছে। এই দুই দেশের ক্রীড়াবিদরা চাইলে অলিম্পিক পতাকার অধীনে খেলতে পারবেন।

প্যারিস অলিম্পিকের প্রস্তুতি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘ফ্রান্স প্রস্তুত, নিশ্চিতভাবে নির্ধারিত সময়েও প্রস্তুত থাকবে। আমাদের সামনে এখন প্রচুর প্রস্তুতি আর প্রচুর কাজ। যেকোনো পরিস্থিতির জন্য আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে প্রস্তুত থাকব।’

সারা বিশ্বকে স্বাগত জানাতে বিস্ময়কর ও মনোমুগ্ধকর এক আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান করা হবে জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট আরো বলেন, ‘ফ্রান্স নিজের জন্য গর্বিত। এই ফ্রান্স জ্বলজ্বল করে। এই ফ্রান্স বিশ্বকে স্বাগত জানায়। ফ্রান্স খুব বড় কিছু করতে পারার সক্ষমতা এবং ক্রীড়াবিদদের নিয়ে বিস্ময়কর ও মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠান দেখাবে।’