প্যাসিফিক জিন্স’র স্বত্বাধিকারী আলহাজ্ব নাসির উদ্দিন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিটে) থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আগামী বুধবার (২ মার্চ) সকালে নাসির উদ্দিনের মরদেহ থাইল্যান্ড থেকে বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হবে। চট্টগ্রাম ইপিজেডে এদিন সকাল সাড়ে নয়টার দিকে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

আলহাজ্ব নাসির উদ্দিনের পরিবার সূত্রে আরো জানা গেছে, একই দিন জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে যোহর নামাজের পর তার দ্বিতীয় জানাজা হবে। আছরের নামাজ শেষে তাকে দাফন করা হবে সলিমপুরের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে। এর আগে সেখানে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৮৪ সালে মাত্র ২০০ শ্রমিক নিয়ে যাত্রা শুরু করে প্যাসিফিক জিন্স। চট্টগ্রামে তৎকালীন কারখানার নাম ছিল এনজেডএন ফ্যাশন। এক দশক পর ১৯৯৪ সালে চট্টগ্রাম ইপিজেডে কারখানাটি প্যাসিফিক জিন্স নামে নতুনভাবে পথচলা শুরু করে। তখন কারখানাটিতে কাজ করতেন দেড় হাজার শ্রমিক। বর্তমানে প্যাসিফিক জিন্স লিমিটেডে প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হচ্ছে ৩০ হাজারেরও বেশি মানুষের।

প্রতিষ্ঠানটিকে বর্তমান অবস্থায় নিয়ে আসার মূল কাণ্ডারি ছিলেন নাসির উদ্দিন। বর্তমানে প্যাসিফিক জিন্স’র ব্যবসায় সামলাচ্ছেন তার তিন সন্তান সৈয়দ মোহাম্মদ তানভীর, সৈয়দ মোহাম্মদ তানসীর এবং সৈয়দ মোহাম্মদ তাহমীর।