প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে ও ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দ্রুত কাজ করেন। খরচ কম করেন। তবে খরচ বন্ধ করা যাবে না। একান্ত প্রয়োজনীয় ব্যয় করতেই হবে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এমন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ১৫ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ হবে। পাঁচ বছর মেয়াদী এই উড়াল সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৫ হাজার ৬’শ ৫১ কোটি টাকা। এছাড়া কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল এলাকায় পুলিশ ক্যাম্প ও ফায়ার স্টেশন নির্মাণ এবং প্রকল্পের মেয়াদ আরো একবছর বাড়ানো হয়েছে একনেক সভায়।

রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। প্রায় দুই মাস পর অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় ৭টি মন্ত্রণালয়ের মোট ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এজন্য ব্যয় হবে ১০ হাজার ৬’শ ৮৩ কোটি টাকা।

সভায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত ১৫ দশমিক তিন এক কিলোমিটার উড়াল সড়ক নির্মাণের প্রকল্প অনুমোদন দেয়া হয়। এই প্রকল্পের কাজ চলতি বছরের জুনে শুরু হবে। আর শেষ হবে ২০২৮ সালে। পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬’শ ৫১ কোটি টাকা। তবে চলতি অর্থ বছরে প্রকল্পটির জন্য থাকছে মাত্র ৭৬ লাখ টাকা। বৈঠক শেষে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রীসহ সংশ্লিষ্টরা।

সভায় চট্রগ্রামের কর্নফুলী নদীর তল দেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণের মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। টানেলের নিরাপত্তায় ফায়ার স্টেশন ও পুলিশ ক্যাম্প নির্মাণের জন্য আরো ৫৭৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

একনেক সভায় প্রকল্পের ব্যয় না বাড়িয়ে, দ্রæত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।