আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্র-ছাত্রীরা। আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন দাবিতে গতরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে কোটাবিরোধী শিক্ষার্থীরা। এক দফার দাবি দ্রুত বাস্তবায়ন না করলে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

সরকারকে দেয়া ২৪ ঘন্টার আল্টিমেটাম শেষ হওয়ার আগেই আবারও রাজপথে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। সোমবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র-ছাত্রীরা অবস্থান নেয়। কোটা সংস্কারে দৃশ্যমান উদ্যোগ না নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দেয়ার ক্ষোভ জানান শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিক্ষোভে যোগ দেয় ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সকালে নীলক্ষেত-আজিমপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্র-ছাত্রীরা।

এরআগে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন দাবিতে গতরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বিক্ষোভ শুরু হয়, এরপর তা ছড়িয়ে পড়ে আশপাশের হলসহ সারাদেশে। হল থেকে বেরিয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে চলে মিছিল স্লোগান।

শাহবাগ এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, সংবাদ সম্মেলনে আসা প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখা করা হয়েছে।

ঢাকার বাইরে রাতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মিছিলে অংশ নেয় হাজারো শিক্ষার্থী। মধ্যরাতে হল থেকে বেরিয়ে এসে মডার্ন মোড়, দর্শনা হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকলে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা হয়।