হজের ভিসা নিয়ে কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। শনিবার (৮ই জুন) রাজধানীর বিমানবন্দরে আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
এসময় ধর্মমন্ত্রী বলেন, এবার ৮৫ হাজার মুসল্লির মধ্যে এখনও ১৫ হাজার হজ যাত্রী সৌদি আরব যাওয়া বাকি রয়েছে। ভিসা জটিলতা না থাকায় হাজিরা আগামী ১২ই জুনের মধ্যে সৌদি আরব যেতে পারবেন।
তবে, যেসব এজেন্সি ও ব্যাংক হজযাত্রীদের সাথে প্রতারণা করেছেন, হজের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন ধর্মমন্ত্রী।