শীতের সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব কম থাকায় আমাদের ত্বকও শুষ্ক হয়ে যায়। শীতকালে বাতাসের অতিরিক্ত শুষ্কতার প্রভাবে আমাদের ত্বক খুবই রুক্ষ, শুষ্ক আর নি®প্রাণ হয়ে পড়ে। এই শুষ্ক আবহাওয়ায় ত্বকের বিশেষ যতেœর প্রয়োজন

এদিকে শীত এলেই গোসল থেকে দূরে দূরে থাকতে চান অনেকেই। কেউ কেউ আবার গোসল করেন গরম পানি দিয়ে। অনেকে মনে করেন ঠান্ডার ভয়ে গোসল না করার চেয়ে গরম পানিতে গোসল করাই ভালো। কিন্তু এভাবে নিয়মিত গরম পানিতে গোসল করাটা স্বাস্থ্যকর নয়।

বস্টন ইউনিভার্সিটির গবেষকদের মতে, শুষ্ক আবহাওয়ায় নিয়মিত গরম পানিতে গোসল করার ফলে ত্বক তার আর্দ্রতা দ্রুত হারিয়ে ফেলে। এছাড়াও, প্রতিদিন গরম পানিতে গোসল করার ফলে হজমেরও নানা সমস্যা হতে পারে। বেড়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা।

গবেষকদের মতে, শীতকালে ঠান্ডার হাত থেকে বাঁচতে গোসলের পানি হালকা গরম হলে ক্ষতি নেই। হালকা গরম পানিতে গোসল করার ক্ষেত্রে সময় কমিয়ে দেয়া প্রয়োজন। তবে গোসল বন্ধ করা বা কনকনে ঠান্ডা পানিতে গোসল না করাই ভালো।